অপমান ট্রাম্প সেক্রেটারিকে | আন্তর্জাতিক সংবাদ| 24 June 2018 |Internatio...
অপমান ট্রাম্প সেক্রেটারিকে | আন্তর্জাতিক সংবাদ| 24 June 2018 |International News Bangla | Last Update BD
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো মানুষের অপ্রিয় হয়ে আছেন। তার কাজ করার অপরাধে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্সকে একটি রেস্তোরাঁ থেকে বের করে দেওয়া হয়েছে।
শুক্রবার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের লেক্সিংটন এলাকার রেড হেন নামে একটি খাবার দোকানে এ ঘটনা ঘটে।
সারাহ স্যান্ডার্স পরিবারের সদস্যদের নিয়ে রেড হেন রোস্তারাঁয় খাবার খেতে গিয়েছিলেন। তবে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর ভাষা হিসেবে তাদের সেখান থেকে বেরিয়ে যেতে বলেন রেস্তোরাঁটির অন্যতম মালিক স্টেফানি উইলকিনসন।
বিবিসি জানিয়েছে, এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ।
স্টেফানি উইলকিনসন বলেন, তিনি বিশ্বাস করেন যে সারাহ স্যান্ডার্স একটি 'অমানবিক এবং অনৈতিক' প্রশাসনের জন্য কাজ করেন।
ওয়াশিংটন পোস্টকে স্টেফানি জানান, রেস্তোরাঁটির কর্মীদের সঙ্গে আলোচনা করেই তিনি সারাহকে তার পরিবারের সদস্যদের নিয়ে সেখান থেকে বের হয়ে যেতে বলেন। অথচ সারাহ রেস্তোরাঁটির ২৬ আসনের টেবিল বুক করেছিলেন।
https://youtu.be/-9jgo24Xm54
#আন্তর্জাতিক সংবাদ,
#international news today,
#international news bangla,
#24 June 2018,
#Breaking news bangla,
#Last update bd,
#news today,
#latest international news,
#bangla international news,
সারা বিশ্বের শেষ মুহূর্তের আপডেট নিউজ পেতে আমাদের CHANNEL টি SUBSCRIBE করে পাশে থাকুন । বন্ধুত্বের স্বাক্ষর হিসেবে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে Share করুন । আপনার সহযোগিতা, উপদেশ, পরামর্শ, কোন টপিক এর উপর নতুন কোন ধরনের Video পেতে চাইলে Comment করুন ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন