পৃথিবীর ইতিহাসে বারবার দেখা গেছে সতর্কবাণীর প্রতি অনেকেই গা করেন না। খামখেয়ালি আচরণ করে থাকেন , প্রয়োজনীয় বিষয়গুলো বাদে আশু মুনাফার দিকে বেশি গুরুত্ব দেন। সেগুলো প্রায় সময় ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। পৃথিবীর অন্যতম ধনী বিল গেটস ভাইরাস দ্বারা সংক্রমণ সম্পর্কে বলেন , " বিভেদ ভুলে এখন ঐক্যের সময়" উইলিয়াম হেনরী গেটস বা বিল গেটস (জন্ম অক্টোবর ২৮ , ১৯৫৫) মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা , চেয়ারম্যান , সাবেক প্রধান সফটওয়্যার নির্মাতা এবং সাবেক সিইও। একাধারে ১৩ বছর যাবৎ তিনি পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তি ছিলেন। তিনি ১৯৯৪ সালের ১লা জানুয়ারী তারিখে মেলিন্ডা ফ্রেঞ্চ- কে বিয়ে করেন।